গায়ে হলুদ চলাকালীন কুয়োর মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল ১৩ জন মহিলা ও শিশুর

গায়ে হলুদ চলাকালীন কুয়োর মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল ১৩ জন মহিলা ও শিশুর

ব্যুরো রিপোর্ট:  মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন কুয়োর মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল অন্তত ১৩ জন মহিলার।

এর মধ্যে শিশুও রয়েছে বলে খবর। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সুত্রের খবর, উত্তরপ্রদেশের কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে একটি কুয়ো ছিল। অবশ্য সেটিকে পাথরের স্লাব দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

কিন্তু, তার উপর বসে, দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। সেই সময় পাথরের স্ল্যাব ভেঙে কুয়োর মধ্যে পড়ে যান ২৫ থেকে ৩০ জন মহিলা ও শিশু।

সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু করেন গ্রামবাসীরা। ১৫ জনকে তাঁরা উদ্ধার করতে পারলেও, ১৩ জনের উদ্ধার করতে পারেননি তাঁরা। ফলে সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয় ১৩ জন মহিলা শিশুর।

সেখানকার জেলাশাসক এস রাজালিঙ্গম এই ঘটনা নিয়ে বলেছেন, ‘কুয়োয় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

জানতে পেরেছি, মহিলারা বাচ্চাদের নিয়ে কুয়ো ঢাকার স্ল্যাবের উপর বসে ও দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পুরনো স্ল্যাবটি ভার ধরে রাখতে পারেনি।

স্ল্যাব ভেঙে সবাই কুয়োয় পড়ে যান।’মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সরকারি আধিকারিকরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *