বিদায় নিচ্ছে শীত, বঙ্গোপসাগর দিয়ে ঢুকছে উষ্ণ বাতাস, কী জানাল আই এম ডি

বিদায় নিচ্ছে শীত, বঙ্গোপসাগর দিয়ে ঢুকছে উষ্ণ বাতাস, কী জানাল  আই এম ডি

ব্যুরো রিপোর্ট:  ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকেই চড়তে শুরু করেছিল তাপমাত্রার পারদ।

কেন্দ্রীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবার গোটা দেশ থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত।

বঙ্গোপসাগর দিয়ে ঢুকতে শুরু করেছে গরম বাতাস। শীতের দাপট এবার কমবে ধীরে ধীরে। গোটা দেশেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।

শীতের দিন শেষ। কেন্দ্রীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবছরের মত শীত বিদায় নিতে চলেছে দেশ থেকে। মাত্র ২৪ ঘণ্টার অপক্ষে তারপরেই তাপমাত্রা উর্ধ্বমুখী হতে শুরু করবে।

ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুধু বাংলা নয় গোটা পশ্চিমবঙ্গ থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এই বছরের

মত গোটা দেশ থেকেই শীত বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারন বঙ্গোপসাগর থেকে ঢুকতে শুরু করেছে উষ্ণ বাতাস। সেকারণেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে দেশের সর্বত্র।

ফেব্রুয়ারির প্রথম থেকে তাপমাত্রার পতন হয়েছিল। বেশ ভালই শীত পড়েছিল গোটা দেশে। ফেব্রুয়ারিতে তাপমাত্রার এতটা পতন অনেকদিন উপভোগ করেননি দেশবাসী। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি আসতেই পারদ উর্ধ্বমুখী হতে শরু করেছে।

বঙ্গে আবার বৃষ্টির ভ্রুকুটি দেখা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। তার জেরেই রাজ্যে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প।

সেকারণেই রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকেই মেঘে দেখা দেবে আকাশে। রবি ও সোমবার রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে।

তবে রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কারণ সোমবার মেঘ কাটলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না। অর্থাৎ গরমের আগমন ঘটবে ধীরে ধীরে। কয়েকদিন আগেই হাওয়া অফিস জানিয়েছিলেন মার্চ মাসের মাঝামাঝি থেকে গরম অনুভূত হতে শুরু করবে।

প্রতিবারের মত এবারও বিদায় বেলায় দক্ষিনের রাজ্যগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি। কেরল এবং তামিলনাড়ুতে আগামী ৫ দিন বর্ষণের পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস।

সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপ এবং লাক্ষাদ্বীপেও বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কাশ্মীর এবং লাদাখে আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

ফেব্রুয়ারির ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায়তুষার পাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে সিকিমেও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *