এক ভারতীয় লেখিকা এই প্রথম ভারতীয় ভাষায় বই লিখে বুকার পুরস্কার জিতলেন

এক ভারতীয় লেখিকা এই প্রথম ভারতীয় ভাষায় বই লিখে বুকার পুরস্কার জিতলেন

ব্যুরো রিপোর্ট:  সলমন রুশদি, ভিএস নইপাল, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষের পর আবার এক ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী বুকার পুরস্কার জিতলেন। তিনি এবং আমেরিকান অনুবাদক ডেইজি রকওয়েল বৃহস্পতিবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ‘টুম্ব অফ স্যান্ড’ উপন্যাসের জন্য।

এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ৮০ বছরের এক নারী। প্রাথমিকভাবে উপন্যাসটি হিন্দিতে লেখা। পরে এটি ইংরেজিতে অনুবাদ হয়। এটি কোনও ভারতীয় ভাষায় লেখা প্রথম বই, যা এই পুরস্কার পেল। ৫০ হাজার পাউন্ড পুরস্কারমূল্যটি গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েলের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।

পুরস্কার নির্বাচক দলের অন্যতম সদস্য ফ্র্যাঙ্ক ওয়েন বলেন, এই উপন্যাসটি পড়ে বিচারকরা সকলেই খুবই আবেগতাড়িত হয়ে পড়েছেন। সকলেই বলেছেন, এটি এক অনবদ্য সৃষ্টি। কাহিনির কেন্দ্রীয় চরিত্রে এক অশীতিপর বিধবা।

উপমহাদেশের উত্তাল সময়ে দেশভাগ তাঁর জীবনে কীভাবে প্রভাব ফেলে, এবং কীভাবে সেই সব স্মৃতি ভূতের মতো তাঁকে তাড়া করে বেড়ায়, সেটির গল্পই এই উপন্যাসে বলা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *