ব্যুরো রিপোর্ট: ত্রিপুরায় গ্রেফতার ২ মহিলা সাংবাদিক। মসজিদ ভাঙচুরের ঘটনায় উস্কানি মূলক খবর প্রচারের জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণ ঝাঁ নামে দুই মহিলা সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ দুই সাংবাদিক মসজিদ ভাঙচুরের খবর প্রকাশ করে উস্কানি দিয়েছেন। অসমের নিলম বাজারে এই ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ,১৫৩বি, ১৯৩,৫০৪,১২০বি, ২০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।