ব্যুরো রিপোর্ট: নিজের বাবাকে বাঁশ দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলীর উত্তরপাড়ায়। অবশ্য বাবাকে মেরে ফেলা নিয়ে কোনও ধরণের অনুতাপ মেয়েই মেয়ের মধ্যে। পাল্টা তিনি পুলিশের কাছে বলেছেন, ‘বেশ করেছি মেরেছি।
অনেকবার মেরেছি।’সূত্রের খবর, কালীপদ দাস(৮৩) নিজের স্ত্রী ও বিবাহবিচ্ছিন্না মেয়ে কেয়াকে নিয়ে থাকতেন। কালীপদ ছিলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী। অভিযোগ, নিজের বাবার সঙ্গে প্রায় সময় ঝামেলায় জড়াতেন কেয়া।
শনিবার তা চরম আকার নেয়। এর পরেই বাবার মাথায় বাঁশ দিয়ে মেরে খুন করার অভিযোগ ওঠে মেয়ের বিরুদ্ধে।ঘটনাটি প্রথমে পরিচারিকার নজরে এসেছিল। সে পাড়ায় বিষয়টি জানান। এর পর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং অভিযুক্ত মেয়েকে গ্রেফতার করে। অবশ্য ওই বৃদ্ধর মেয়ে জানিয়েছেন, তাঁর বাবা তাঁকে বাঁশ দিয়ে মারতে আসছিলেন, তাই তিনি পাল্টা আঘাত করেন।