জগদ্ধাত্রী পুজোয় সঙের দাবিতে উত্তাল কৃষ্ণনগর

জগদ্ধাত্রী পুজোয় সঙের দাবিতে উত্তাল কৃষ্ণনগর

ব্যুরো রিপোর্ট:  কোভিডের কারণে এ বছরও ঘট বিসর্জন এবং বাহকের কাঁধে করে প্রতিমা বিসর্জনের রীতি বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর সমন্বয় সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল এ প্রসঙ্গে।

জানা গিয়েছে, গত রবিবার সমন্বয় সভায় নিজেদের সিদ্ধান্ত জানাতে পারেনি কোনও পুজো উদ্যোক্তাই। এদিকে হাতে আর মাত্র দু’ দিন। তারপরে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো শুরু হবে।

প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কৃষ্ণনগর পুরসভার সামনে ধরনায় বসল কৃষ্ণনগরের যুব সম্প্রদায়। ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে

অসংখ্য যুবক-যুবতীরা সামিল হয়েছেন এদিনের প্রতিবাদ কর্মসূচিতে। প্রশাসনের ওপর একরাশ ক্ষোভ উগরে তাদের প্রশ্ন, ‘নির্বাচনের সময় কোনরকম বিধিনিষেধ নেই অথচ পুজোর বেলায় কেন এত নিয়ম?

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *