ব্যুরো রিপোর্ট: একধাক্কায় প্রায় দেড় ডিগ্রির মতো কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা কমের দিকে থাকলেও সাগরে নিম্নচাপের জেরে ফের বাড়তে পারে তাপমাত্রা। ফলে জাঁকিয়ে শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে।
তবে আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ নভেম্বর সোমবার উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।
আগামী দুদিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে এর পরে দিন তিনেক তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।
স্থলভাগের মধ্যে কোচবিহারের পুণ্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ নভেম্বর সোমবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে।
আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে তারপরের তিনদিন তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে পূবালী হাওয়ার দাপটে কমজোরি হয়ে পড়েছিল উত্তর-পশ্চিমের বাতাস। তবে এখন তা মুক্ত। সামান্য কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬)
বালুরঘাট (১৫.২)
বাঁকুড়া (১৭.২)
ব্যারাকপুর (১৯.৬)
বহরমপুর (১৪.৮)
বর্ধমান (১৭)
ক্যানিং (১৯.৬)
কোচবিহার (১৩.২)
দার্জিলিং (৬.৬)
দিঘা (১৯.৯)
কলকাতা (১৯.৮)
মালদহ (১৬.৪)
পানাগড় (১৬)
পুরুলিয়া (১৪.১)
শিলিগুড়ি (১৪.৯)
শ্রীনিকেতন (১৬)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ আন্দামান সাগরে এখটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
যার জেরে ২৯ ও ৩০ নভেম্বর নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে তামিলনাড়ু উপকূলের
কাছে থাকা ঘূর্ণাবর্ত এবং তার থেকে উত্তর-পূর্ব বায়ুর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।