বিশ্বনাথের নজির ছুঁয়ে কানপুরে অভিষেক টেস্টে শতরান শ্রেয়সের, আরও কোন ভারতীয় রয়েছেন তালিকায়?

বিশ্বনাথের নজির ছুঁয়ে কানপুরে অভিষেক টেস্টে শতরান শ্রেয়সের, আরও কোন ভারতীয় রয়েছেন তালিকায়?

ব্যুরো রিপোর্ট:  ১৯৬৯ সালে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে অভিষেক টেস্টে শতরান করেছিলেন গুণ্ডাপ্পা বিশ্বনাথ। সেই স্টেডিয়ামেই দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন শ্রেয়স আইয়ার। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে তিনি অপরাজিত ছিলেন ৭৫ রানে।

ষোড়শ ভারতীয় হিসেবে তিনি অভিষেক টেস্টে শতরান করলেন।ম্যাচের ৯২তম ওভারে কাইল জেমিসনের বলে ২ রান নিয়ে প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন শ্রেয়স। অভিষেক টেস্টে শতরানটি আসে ১৫৭ বলে।

তখনও অবধি ১২টি চার ও দুটি ছক্কা মেরেছিলেন তিনি। রবীন্দ্র জাদেজা ৫০ ও ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত ১ রানে টিম সাউদির শিকার হওয়ায় ভারত বড় রান তুলতে তাকিয়ে শ্রেয়সের দিকেই। ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্ট অভিষেকে শতরান করেছিলেন লালা অমরনাথ (১১৮)।

১৯৫২ সালে কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে শতরান করেছিলেন রোশন শোধান (১১০)। অমৃতসর গোবিন্দসিং কৃপাল সিং ১৯৫৫ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই খেলেছিলেন অপরাজিত ১০০ রানের ইনিংস।

১৯৫৯ সালে ম্যানচেস্টারে আব্বাস আলি বেগ (১১২) ও ১৯৬৪ সালে দিল্লিতে হনুমন্ত সিং (১০৫) ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের অভিষেক টেস্টে শতরানের নজির গড়েন। ১৯৬৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে গুণ্ডাপ্পা বিশ্বনাথ করেছিলেন ১৩৭।

১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে অভিষেক টেস্টে শতরান করেছিলেন সুরিন্দর অমরনাথ (১২৪)। ১৯৮৪ সালে কলকাতায় নিজের অভিষেক টেস্টে মহম্মদ আজহারউদ্দিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১১০ করেছিলেন, এর পরের দুটি টেস্টেও শতরানের নজির রয়েছে আজ্জুর।

শ্রেয়স আইয়ারের কোচ প্রবীণ আমরে ১৯৯২ সালে ডারবানে অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১০৩ রান। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেন।

অভিষেক টেস্টে শতরানের নজির রয়েছে বীরেন্দ্র শেহওয়াগেরও। বীরু ২০০১ সালে ব্লম্ফনটিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১০৫। ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে কলম্বোয় সুরেশ রায়না করেন ১২০। ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান অভিষেক টেস্টে খেলেছিলেন ১৮৭ রানের ইনিংস।

ওই বছরের নভেম্বরেই কলকাতায় অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মা করেন ১৭৭। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে পৃথ্বী শ খেলেছিলেন ১৩৪ রানের ইনিংস।

তারপর ভারতীয় ব্যাটারদের মধ্যে শ্রেয়স আইয়ার আজ অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন। চলতি বছরের জুনে শেষবার যে ব্যাটসম্যান অভিষেক টেস্টে শতরান করেছিলেন তিনি হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সর্বাধিক রানের রেকর্ড ভেঙে তিনি করেছিলেন ২০০ রান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *