ব্যুরো রিপোর্ট: করোনার দৈনিক সংক্রমণ দেশে ফের ১০ হাজারের উপরে। নতুন স্ট্রেনে আতঙ্ক বাড়ছে। ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। আশার প্রদীপ জ্বেলে মঙ্গলবারের পরিসংখ্যানে করোনা সংক্রমণ নেমে গিয়েছিল সাত হাজারের ঘরে।
কিন্তু ফরে তা বাড়তে বাড়তে ১০ হাজারের উপরে চলে গিয়ছে তিনদিনের মধ্যে। দেশে দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যাও।১১ হাজার থেকে তিনদিনে কমে সাড়ে সাত হাজারে নেমে গিয়েছিল ভারতের করোনা সংক্রমণ।
আশায় বুক বাঁধতে শুরু করেছিল দেশ। কিন্তু বুধবার থেকে তা আবার ঊর্ধ্বমুখী। শুক্রবারের পরিসংখ্যানে আক্রান্ত বেড়ে ১০ হাজারের উপরে চলে গেল। আর উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৫০০-র কাছাকাছি।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যা প্রায় এক হাজার বেশি। গতকাল সংখ্যাটা ছিল ৯ হাজার ২৮৩।
এর ফলে ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৪৩১।দেশে মৃতের সংখ্যাও এদিন গতদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। ৩৯৬ থেকে বেড়ে এদিন মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। সপ্তাহ দুয়েক আগে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল।
তারপর সেই মৃত্যুমিছিল অনেকটাই নিয়ন্ত্রণে এলেও শুক্রবারের পরিসংখ্যান আবার উদ্বেগ বাড়াল। কিছুদিন আগেই দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে।
এখনও সেই জায়গায় করোনায় মৃতের সংখ্যা তিনগুণ প্রতিদিন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৬৭,৪৬৮ জনের।করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল।
কিন্তু এদিন দেশের করোনা সংক্রমণ ফের বাড়ল অনেকটাই। কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি। কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যায় উৎসবের মরশুমে। করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। সেই ধারা এখনও অব্যাহত।
তবে দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা এখনও নিয়ন্ত্রণে। উল্লেখ্য, দেশের সংক্রমণের অর্ধেকই কেরালার।গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে।
সপ্তাহের প্রথম তিনদিনে করোনা সংক্রমণ নেমে গিয়েছিল সাত হাজারের ঘরে। কিন্তু সপ্তাহের শেষে এসে এই সংখ্যাটা ফের বেড়ে ১০ হাজারের উপরে উঠে গেল। তবে দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।
সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১০ হাজারে নেমে এসেছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ১০ হাজার ১৩৩।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৬৮ জন।