আবহাওয়ার খবর: বাড়ল শহরের তাপমাত্রা, কোন কোন জেলায় বৃষ্টি জেনে নিন কী বলছে হাওয়া অফিস

আবহাওয়ার খবর: বাড়ল শহরের তাপমাত্রা, কোন কোন জেলায় বৃষ্টি জেনে নিন কী বলছে হাওয়া অফিস

ব্যুরো রিপোর্ট:  ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। শহরের তাপমাত্রা ফের বেড়ে গিয়েছে। সকালের দিকে এতটু শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। রাতের দিকেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে গতকাল থেকে।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির হবে আজ থেকে। সোমবার থেকে বৃষ্টি হবে কলকাতাতেও।ফের বাড়ল শহরের তাপমাত্রা।

গতকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রার এই বৃদ্ধি বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারীকরা। ভোরের দিকে কিছুটা শীতশীত ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে।

শহরের রাতের তাপমাত্রারও তেমন পরিবর্তন হচ্ছে না। দরজা-জানলা বন্ধ রাখতে হলেও গরম লাগছে। বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া ঢুকতে শুরু করেছে। যার জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার যা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০. ৭ ডিগ্রি সেলসিয়াস ।কয়েকদিন আগেই হাওয়া অফিস সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ অর্থাৎ শনিবার থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রামেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

রাসপূর্ণিমা উপলক্ষ্যে গতকাল দিঘায় পর্যটকদের ঢল নেমেছিল। তার উপর চন্দ্রগ্রহণও ছিল এদিন। নিম্নচাপটি ধীরে ধীরে অন্ধ্র উপকূলের দিকে সরে যাচ্ছে। কাছেই বুধবার থেকে ফের আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সোমবার থেকে কলকাতা শহরেও বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবার রাত থেকেই মেঘ জমতে শুরু করবে আকাশে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয়বাষ্প ভরা বাতাল ঢুকতে শুরু করেছে রাজ্যে।

যার জেরে শীত বাধা প্রাপ্ত হচ্ছে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েেছ বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ দিনভর মেঘলা থাকবে।নভেম্বর মাসে আবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

যার কারণে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে। বারবার পূবালি হাওয়ার দাপটে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে। সেই কারণে তাপমাত্রা নামবে না। অর্থাৎ নভেম্বর মাসে তেমন শীতের অনুভূতি হবে না রাজ্যে।

ডিসেম্বর মাসের প্রথম থেকে একটু করে শীত অনুভূত হলেও। জাঁকিয়ে শীত পড়বে ১৫ ডিসেম্বর পর। বড়দিনের উৎসব বেশ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *