রোহিত শর্মার ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ের পথে, প্রথম একাদশে থাকবেন কারা?

রোহিত শর্মার ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ের পথে, প্রথম একাদশে থাকবেন কারা?

ব্যুরো রিপোর্ট:  নিউজিল্যান্ডের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি ২০ সিরিজ জয়ের ট্রফিটি আজ ইডেন গার্ডেন্সে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে উঠতে চলেছে। একদিনের সিরিজের পর টি ২০ আন্তর্জাতিক সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে।

তবে বিরাট কোহলি ও ঋষভ পন্থ এই ম্যাচে খেলবেন না। ভারতীয় দলে হবে বেশ কিছু পরিবর্তন।শুক্রবার ইডেনে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক জিতেই সিরিজ পকেটে পুরে ফেলে ভারত। ঝোড়ো অপরাজিত ৫২ করে ম্যাচের সেরা হওয়া সহ অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছিলেন,

টি ২০ বিশ্বকাপের দল গঠনের কথা ভেবেই প্রথম একাদশ সাজানো হচ্ছে। কোন পজিশনে কে সঠিক ক্রিকেটার, তা ঠিক করতেই সব কিছু দেখা হচ্ছে। হাতে এখনও কয়েক মাস সময় রয়েছে। যোগ্য জায়গায় বিশ্বকাপে যাতে যোগ্য ক্রিকেটারই থাকতে পারেন,

সেজন্য আগামী ম্যাচগুলিতে পরীক্ষা-নিরীক্ষা চলবে।আইপিএলে ১৫.২৫ কোটি টাকা দর ওঠা ঈশান কিষাণ চলতি সিরিজে একেবারেই জ্বলে উঠতে পারেননি। তাঁর ব্যাটিং টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে। ঋষভের অনুপস্থিতিতে তিনি নিশ্চিতভাবেই দলে থাকবেন।

এমনকী শ্রীলঙ্কার সিরিজেও। টি ২০ বিশ্বকাপের দলে থাকার দাবি জোরালো করতে কিষাণ মুখিয়ে থাকবেন। তবে আজ তাঁকে মিডল বা লোয়ার অর্ডারেও খেলানো হতে পারে।বিরাট ও পন্থের জায়গায় আজ ভারতের প্রথম একাদশে আসতে পারেন শ্রেয়স আইয়ার ও ঋতুরাজ গায়কোয়াড়।

রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন গায়কোয়াড়। ভেঙ্কটেশ আইয়ার আগের ম্যাচে পন্থের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তবে আজকের ম্যাচে ভেঙ্কটেশের জায়গায় দেখে নেওয়া যেতে পারে দীপক হুডাকে। দীপক চাহারের জায়গায় খেলানো হতে পারে শার্দুল ঠাকুরকে।

ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে দেখে নেওয়া হতে পারে মহম্মদ সিরাজ ও আবেশ খানের মধ্যে কোনও একজনকে। যুজবেন্দ্র চাহালের স্থলাভিষিক্ত হতে পারেন কুলদীপ যাদব।ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজে একটি ম্যাচেও জিততে পারেনি।

কায়রন পোলার্ডরা নিশ্চিতভাবে জোড়ো হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মরিয়া। প্রথম ম্যাচে পাওয়ারপ্লেতে ভালো ব্যাটিং করেও ১৫৭ রানের বেশি তুলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি।

ব্যাটিং পাওয়ারপ্লে-তে মাত্র ৪১ এবং প্রথম ১০ ওভারে ৭৩ রান ওঠাই পরাজয়ের অন্যতম কারণ। দুজন বিশেষজ্ঞ বোলার ও বাকি অলরাউন্ডারদের উপর ভরসা করতে গিয়ে ক্যারিবিয়ানদের ষষ্ঠ বোলারের বিকল্পও ভালোই ভোগাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে তারাও ডমিনিক ড্রেকস, হেডেন ওয়ালশদের দেখে নিতে পারে নিয়মরক্ষার ম্যাচে।আজকের ম্যাচে যদি চাহাল খেলেন এবং একটি উইকেট পান তাহলে তিনি টি ২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে এককভাবে সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন।

আপাতত তিনি ও জসপ্রীত বুমরাহ যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী। দেশের মাটিতে ভারত টানা ৬টি টি ২০ সিরিজ জিতেছে। শেষবার টি ২০ সিরিজে হেরেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার কাছে।

সব ধরনের ফরম্যাট মিলিয়ে ভারত দেশের মাটিতে টানা ১৩টি সিরিজে জয়লাভ করেছে।ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার বা দীপক হুডা,

হর্ষল প্যাটেল, দীপক চাহার বা শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার বা মহম্মদ সিরাজ বা আবেশ খান, যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, রস্টন চেজ, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, আকিল হোসেন, শেল্ডন কটরেল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *