ব্যুরো রিপোর্ট: ২৫ নভেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজে দল থেকে বাদ পড়েছেন হনুমা বিহারী। তাঁকে কেন বাদ দেওয়া হল? এবার তা নিয়ে সওয়াল করলেন অজয় জাদেজা।
এক আলচনায় জাদেজা বলেন, ‘বিহারী দুর্ভাগ্যের শিকার। ও ভালো খেলেছে। বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের সঙ্গে রয়েছে। তাহলে ওর দোষটা কোথায়? ওকে কেন ভারতীয়-এ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে?
ও কেন ঘরের মাঠে টেস্ট খেলবে না? তাহলে ওকে এ-দলের সঙ্গেও পাঠানো উচিত নয়।’তিনি আরও বলেন, হনুমা বিহারী বেশ কিছুদিন টেস্ট দলের সঙ্গে ছিল,
কিন্তু তাকে এ-দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে পাঠানো হচ্ছে। অথচ একজন নতুন ক্রিকেটার টেস্ট দলে সুযোগ পাচ্ছে, এটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করবে।