৬.৮ মাত্রা ভূমিকম্প ইকুয়েডরে, কমপক্ষে ১৪ জনের মৃত্যু, গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর

৬.৮ মাত্রা ভূমিকম্প ইকুয়েডরে, কমপক্ষে ১৪ জনের মৃত্যু, গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর

ব্যুরো রিপোর্ট: তুরস্কের পর এবার তীব্র ভূমিকম্প অনুভূত হল ইকুয়েডর এবং উত্তর পেরুতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা এখনও জারি করা হয়নি।

কয়েকমাস আগে প্রায় একই মাত্রার কম্পনে প্রায় গুঁড়িয়ে গিয়েছিল তুরস্কের একটা অংশ।ইকুয়েডরের পাশাপাশি উত্তর পেরুতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইকুয়েডরের বালাও শহরের উত্তর পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমটার গভীের ছিল ভূমিকম্পের উৎস্যস্থল।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লাস্সো জানিয়েছেন, বেশকিছু বাড়ি ঘর ভেঙে গিয়েছে। ১৪ জন এখনও পর্যন্ত মারা গিয়েছেন, আহত ৩৮০ জনের মত। ৩০টির মত স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ধস নেমে। ইকুয়েরের সান্টা রোসা বিমানবন্দরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *