৬ হাজার ৫০০ কিমি পথ হেঁটে ৫৩ বছরের ব্যক্তি পৌঁছলেন মক্কায়!

৬ হাজার ৫০০ কিমি পথ হেঁটে ৫৩ বছরের ব্যক্তি পৌঁছলেন মক্কায়!

ব্যুরো রিপোর্ট:  ইংল্যান্ডের বাসিন্দা ইরাকি-ব্রিটিশ পুন্যার্থী আদম মহম্মদের কাছে এবছর হজযাত্রা একটু অন্যরকম। তিনি প্রায় ৬ হাজার ৫০০ কিমি পথ হেঁটেছেন মক্কায় পৌঁছনর জন্য। ১২ মাস আগে তিনি এই যাত্রা শুরু করেছিলেন। গোটাটাই পায়ে হেঁটে।

তিনি জানিয়েছেন, যখন প্রথম এসে মক্কায় পা দিলাম আনন্দে কেঁদে ফেলেছিলাম। একেবারে অবিশ্বাস্য একটি অনুভূতি। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আরও পবিত্রতা, আরও আধ্যাত্মিকতা, ভগবানের আরও কাছাকাছি এসেছিলাম আমি।

২০২১ সালের ১ অগস্ট। তিনি ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন। গোটা রাস্তায় প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বাড়িতেই একটি ঠেলাগাড়ি তৈরি করেছিলেন। সেই গাড়িতে লেখা ছিল ইউকে টু মক্কা। এরপর যাত্রা শুরু।

এদিকে কিছুটা যাওয়ার পরেই সেই গাড়ি কিছুটা বিগড়ে যায়। গাড়ির পাশের দিকে কিছুটা ভেঙে যায়। কিন্তু তারপরেও পথ চলা থামাননি তিনি।লক্ষ্য একটাই মক্কায় পৌঁছতে হবে।

৫৩ বছর বয়সী ওই মানুষটা রোজ হেঁটেছেন প্রায় ১৭.৮ কিমি রাস্তা। বহু রাস্তায় তিনি দেখেন, শুধুই ধু ধু করছে বালি। একটা সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি।

খেতেও ভালো লাগত না। তিনি বলেন, ৫৩ বছর নিজের জন্য বেঁচেছি। ১ বছর আমি ঈশ্বরকে দেব। এরপর আর পিছনে ফিরে তাকাননি। বহু মানুষ রাস্তায় তাঁকে সহায়তা করেছেন। পরিবারও মাঝপথে এসে দেখা করে গিয়েছে। শেষ পর্যন্ত তিনি পা দিয়েছে পবিত্র ভূমি মক্কায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *