ইউক্রেন সীমান্তের রুশ তেলের ডিপোয় আগুন

ইউক্রেন সীমান্তের রুশ তেলের ডিপোয় আগুন

ব্যুরো রিপোর্ট:  রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে জ্বলতে শুরু করে রুশ তেলের ডিপো। রাশিয়ার ওই তেলের ডিপোয় হঠাৎ করে আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাশাপাশি রুশ তেলের ডিপোয় কীভাবে আজ আগুন লাগে, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় রুশ তেলের ডিপোয় অগ্নিসংযোগের ঘটনা।

তারপর থেকই শুরু হয় শোরগোল। প্রসঙ্গত, মস্কোর দক্ষিণপশ্চিম থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই তেলের ডিপো।গত ২২ এপ্রিল ইউক্রেনের চুগুইভ, খারকিভে পরপর ২টি তেলের ডিপোয় আগুন লাগে।

ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইউক্রেন সীমান্তে অবস্থিত রুশ তেলের ডিপোয় অগ্নি সংযোগের জেরে শোরগোল শুরু হয়েছে।

যদিও ইউক্রেনের একটি হেলিকপ্টার রাশিয়ার বেলগরোডে অবস্থিত ডেলের ডিপোয় বোমাবর্ষণ করে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *