টিকাকরণে রোল মডেল ডায়মন্ড হারবার, বিরোধীদের কাজের মাধ্যমে জবাব দিলেন অভিষেক

টিকাকরণে রোল মডেল ডায়মন্ড হারবার, বিরোধীদের কাজের মাধ্যমে জবাব দিলেন অভিষেক

ব্যুরো রিপোর্ট: বিজেপির অভিযোগ বাংলায় টিকাকরণের কাজ সঠিকভাবে হচ্ছে না। টিকা মিলছে না। কেন্দ্র দিলেও তা উধাও হয়ে যাচ্ছে। এবার এই সবকিছুর জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের মধ্য দিয়ে।

জানা গেছে, ডায়মন্ড হারবার মিউনিসিপালিটির ১০০ শতাংশ বাসিন্দাই টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯০ শতাংশ মানুষ।সূত্রের খবর,

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ ডায়মন্ডহারবার মিউনিসিপালিটি করেছে তা গোটা বাংলার সাপেক্ষেই রেকর্ড।

শুধু রুটিনমাফিক টিকাকরণই নয়, ওয়ার্ড ধরে গণনা করে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিয়ে এসেছেন প্রবীণ নাগরিকদেরও। এই সাফল্য এখন কার্যত জবাব দেওয়ার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অরুময় গায়েন বলেন, ‘কিছুদিন আগে আমাদের এই প্রকল্প শুরু হয়েছিল। আমরা এখানে ভ্যাকসিন অন হুইলস চালু করে দিয়েছি।

টোটোয় করে আমাদের মিউনিসিপ্যালিটির অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে প্রবীণদের জন্য ভ্যাকসিন পৌঁছে দেওয়া হচ্ছে।’‌ স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার জানান,

এই প্রকল্পটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এভাবেই তার ১০০ শতাংশ ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করতে পেরেছেন। জোরকদমে কাজ চলছে ভ্যাকসিন অন হুইলসের ওপর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *