জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ, অনবদ্য শান্ত-তাসকিন-মুস্তাফিজুর

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ, অনবদ্য শান্ত-তাসকিন-মুস্তাফিজুর

ব্যুরো রিপোর্ট:  চলতি টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ব্রিসবেনে সুপার ১২-এর ম্যাচে জিম্বাবোয়েকে ৪ রানে পরাজিত করলেন মুস্তাফিজুর রহমান – তাসকিন আহমেদরা। বাংলাদেশের ১৫০/৭ রানের জবাবে জিম্বাবোয়ের ইনিংস শেষ হয় ১৪৭/৮ রানে।

রবিবার গাব্বায় প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। শুরুতেই ০ রানে সৌম্য সরকার আউট হন। এই অবস্থায় বাংলাদেশকে নির্ভরতা দেন নাজিমুল হোসেন শান্ত। ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক রান বোর্ডে তোলার ক্ষেত্রে সাহায্য করেন শান্ত।

২৪ বছরের এই ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের অপর কোনও ব্যাটসম্যানকেই আত্মবিশ্বাসী মনে হয়নি। লিটন দাস, শাকিব আল হাসান, আফিফ হোসেন’রা স্টার্ট পেলেও ইনিংস বিল্ডআপ করতে পারেননি।কিছু দল থাকে যারা কখনওই উচ্চমানে নিজেদের নিয়ে নিয়ে যেতে পারবে না যত বছরই খেলুক না কেন।

দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেলেও বাংলাদেশ দলের কোনও উন্নতি আজও চোখে পড়ে না। একই রকম টেকনিক্যাল এরর, ভুল শট সিলেকশন প্রতিবারের মতো ডোবাল এ বারও। লিটন দাস করেন ১৪ রান, শাকিব আল হাসান করেন ২৩ রান এবং আফিফ হোসেন করেন ২৯ রান।

লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান এবং ইয়াসির আলি যথাক্রমে করেন ৭, ১, ১ রান। জিম্বাবোয়ের রিচার্ড নাগারাভা এবং ব্লেসিং মুজারাবানি দু’টি করে উইকেট সংগ্রহ করেন। একটি করে উইকেট পান সিকান্দার রাজা এবং সিন উইলিয়ামস।

১৫১ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ৩৫ রানের মধ্যে ৪ উইকেট হারায়। জিম্বাবোয়ের হয়ে একমাত্র এই ম্যাচে লড়াই চালান সিন উইলিয়ামস। ৪২ বলে ৬৪ রানে তিনি রান আউট হওয়ার সঙ্গেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের সমস্ত আশা। রায়ান ব্রুল করেন

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *