ব্যুরো রিপোর্ট: বিজেপির পতন যাত্রা শুরু হয়ে গেল। ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়ের পরেই এমনই দাবি করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তিনি বলেছেন, একুশের ভোটে বিজেপির শেষের শুরু হয়েছিল। আর এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় বুঝিয়ে দিয়েছে। ভারত থেকে বিজেপির পতন যাত্রা শুরু হয়ে গিয়েছে।