আবহাওয়ার খবর: ৭ জেলায় ২০-র নীচে নামল তাপমাত্রা, কালীপুজোতে আরও নামবে পারদ

আবহাওয়ার খবর: ৭ জেলায় ২০-র নীচে নামল তাপমাত্রা, কালীপুজোতে আরও নামবে পারদ

ব্যুরো রিপোর্ট:  অনেকটাই নামল তাপমাত্রা। ৭ জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সকালের দিকে কুয়াশা ঢাকা থাকছে আকাশ।

ফ্যান বন্ধ করে গায়ে মোটা চাদর নিতে হচ্ছে রাতে। কলকাতার তাপমাত্রাও কমতে শুরু করেছে। কালীপুজোর রাতে আরও কমবে তাপমাত্রা এমনই জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে শিরশিরে ঠান্ডা আওয়া। কুয়াশায় ঢাকছে আকাশ। সারাদিনই একটা শীতশীত আমেজ। সূর্য ডুবলেই গায়ে হালকা চাদর টেনে নিতে হচ্ছে।

রাতে ফ্যান বন্ধ করে একটু মোটা চাদর দিয়েই ঘুমতে হচ্ছে শহরবাসীকে। জেলায় তাপমাত্রা অনেকাই নেমেছে। সাত জেলায় তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে কালীপুজোয় আরও বামবে তাপমাত্রার পারদ। জেলা গুলিতে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। অনেক জায়গায় তো হালকা গরম পোশাক পরতে শুরু করে দিয়েছেন সকলে।

অবশ্য সকাল এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও রোদ উঠলে গায়ে তাপ লাগছে। সারাদিনে তেমন শীত শীত অনুভূত হচ্ছে হচ্ছে না। সূর্য ঢুবলে ঠান্ডা পড়ছে।

বেশ মনোরম আবহাওয়ার মধ্যেই এবার দক্ষিণবঙ্গের মানুষ দীপাবলির উৎসব উদযাপন করবেন বলে জানিয়েছে হাওয়া অফিস।শীত শীত অনুভূত হলেও সত্যিকারের শীত এখনই পড়ছে। আপাতত শীতের আমেজেই থাকবে।

পুরোপুরি শীত পড়তে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে কলকাতা শহর সবসময় শীতের দিকে তাকিয়ে থাকে।

এবার একটু আগেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। তাতে বেশ খুশি শহরবাসী। ভোরের দিকে ঠান্ডাবাতাস। রাতেও বেশ ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে শহরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে।

আগেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল এবার একটু আগেই পড়বে শীত।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বিশেষ করে পাহাড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে।

দার্জিলিঙে তাপমাত্রা এখনই ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। ঘুরতে গিয়ে পর্যটকরা ভালই উপভোগ করছেন শীতের আমেজ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙের তাপমাত্রা আরও কমে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার তাপমাত্রাও কমতে শুরু করেছে। সকালের দিকে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। কালীপুজোর পর তাপমাত্রার পারদ আরও নামবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *