ঘূর্ণিঝড় অশনি থেকে মৎস্যজীবীদের সচেতন করলেন বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান ব্যানার্জী

ঘূর্ণিঝড় অশনি থেকে মৎস্যজীবীদের  সচেতন করলেন বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান ব্যানার্জী

ব্যুরো রিপোর্ট:  মাঝ নদীতে মাছ ধরার টলার ও ডিঙ্গি নৌকা পাড়ে নঙ্গর করার জন্য ব্লক প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে চলে আসার জন্য, মাঝ নদীতে মাইকিং চালাচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্টোল রুম ।

১১টি গ্রাম পঞ্চায়েতের আইলা সেন্ট্রার রয়েছে ,যাদের মাটির বাড়ি রয়েছে তাদের কে তোলা হবে এছাড়াও জরুরি কাগজ পত্র গুছিয়ে নিয়ে রাখতে বলছে প্রশাসন ,

সাতগাছিয়া বিধানসভা বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান ব্যানার্জী জানান যে সংশ্লিষ্ট ব্লকের ৪ টি গ্রাম পঞ্চায়েত

রয়েছে তা হুগলি নদীর তীরবর্তী এলাকায় যেমন গজাপোয়ালি, দক্ষিণ রায়পুর,বুড়ুল, কাশিপুর আলমপুর গ্রাম পঞ্চায়েত ।

এখানে 700-800 জন মানুষ যাদের জীবন জীবিকা হল মংস্য শিকার করে । আজ সারা দিন ধরে হুগলি নদীতে মাইকিং চালাচ্ছে সহসভাপতি ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *