ব্যুরো রিপোর্ট: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। আর পাকিস্তানের এই জয় দেশে উদযাপন নিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয়েছে।
এবার এই বিষয় নিয়ে নিজের স্ত্রীর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করল স্বামী। শুধু তাই নয়, পাকিস্তাতানের জয় উদযাপনের অভিযোগে স্ত্রীর পাশাপাশি শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরের আজিমনগরে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর স্ত্রী রাবিয়া শামসি ও তাঁর বাবা-মা বাজি ফাটিয়ে উদযাপন করেছিল বলে অভিযোগ করেছেন ইশান মিয়া নামে ওই মহিলার স্বামী।
এই বিষয় নিয়ে রামপুরের পুলিশ সুপার বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উপহাস করা হয়েছে বলে খবর পেয়েছি। এই মর্মেই এফআইআর হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।’