ব্যুরো রিপোর্ট: গত ২৬০ দিনর মধ্যে দেখলে দেখা যাবে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে অ্যাক্টিভ কেস লোডের পরিসংখ্যান দিয়েছে, তা সর্বনিম্ন। এদিন কেন্দ্রের তরফে করোনার যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, শেষ ২৬০ দিনে সর্বনিম্ন হয়ে এদিন অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে ১,৪৪,৮৪৫ জন।
সুস্থ হয়েছেন ,১২, ৪৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০,৮৫৩ জন। এদিন দেশের করোনা গ্রাফে এমনই একটি পরিসংখ্যান দেখা গিয়েছে। উল্লেখ্য, দিওয়ালি পরবর্তী সময়ে দেশের করোনা গ্রাফের এই গতির মাঝেই শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা উদ্বেগে রাখতে শুরু করে দিয়েছে।উল্লেখ্য,
দিওয়ালির পরবর্তী সময়ে দেশের করনা গ্রাফ নিয়ে অনেকেই শঙ্কিত। গত অগাস্ট মাসেই মনে করা হয়েছিল যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় স্রোত। বেশ কয়েকটি গবেষণা ও সমীক্ষায় এমনই কথা জানা যায়।
এমন এক পরিস্থিতিতে দেশে উৎসবের মরশুমে করোনা দাপট কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়ে ছিল জল্পনা। সেই জায়গা থেকে বর্তমানে করোনায় দৈনিক মৃতের সংখ্যা খানিকটা উদ্বেগ তৈরি করেছে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য নামলেও, ৫০০ এর উপরে মৃতের সংখ্যা ঘিরে দেশে বাড়ছে উদ্বেগ। এখনও করোনা গ্রাফের জেরে কেরল উদ্বেগে রেখেছে দেশকে।এদিকে, গতকালের তুলনায় সাামান্য হলেও নামতে শুরু করে দিয়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা।
দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার জন। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জন। এদিকে পরিসংখ্যান বলছে, দেশে অ্যাক্টিভ কেস মোট আক্রান্তের ০.৪৬ শতাংশ বেড়েছে।
একদিকে যখন করোন নির্মূলে ওষুধের পথে রয়েছে বিশ্ব, তখন ভারতে করোনা ভ্যাকসিনেশন পেয়েছে গতি। এপর্যন্ত মোট ১০৮ কোটি, ২১ লক্ষ,৬৬ হাজার, ৩৬৫ টি করোনা ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে দেশে। এখনও বাকি বহু রাস্তা। এদিকে,দিওয়ালির পর শেষ ২৪ ঘণ্টায় মাত্র ২৮ লক্ষ ৪০ হাজার জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।