শুরু হয়ে গিয়েছে বিশ্বের প্রথম ভাসমান শহর ‘ওশিয়ানিক্স’ নির্মাণের কাজ

শুরু হয়ে গিয়েছে বিশ্বের প্রথম ভাসমান শহর ‘ওশিয়ানিক্স’ নির্মাণের কাজ

ব্যুরো রিপোর্ট:  দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্বের প্রথম ভাসমান শহর নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। এই প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘ওশিয়ানিক্স’।

২০২৫ নাগাদ এই শহর বাসযোগ্য হয়ে উঠবে। এই শহর নির্মাণে খরচ হবে ২০০ মিলিয়ন ডলার। ১৫.৫ একরের মতো ক্ষেত্রফল হবে এই শহরের।

এই ভাসমান শহরে বিল্ডিং-এর উচ্চতা অবশ্যই কম রাখা হবে। বিল্ডিংগুলি কোনও ভাবেই সাত তলার থেকে বেশি উঁচু করে নির্মাণ করা হবে না।

কারণ বেশি উঁচু বিল্ডিং-এ হাওয়ার জন্য সমস্যা হতে পারে। আরও জানা গিয়েছে, আসন্ন এই অভিনব শহরটির সব কিছু নির্মাণ করা হবে চুনাপাথর দিয়ে।

ভবিষ্যতে এই শহরে এক লাখ লোক বাস করতে পারবেন বলে জানা যাচ্ছে। তবে আপাতত ১২ হাজার মানুষ এই শহরে বাস করতে পারবেন বলে মোটামুটি পরিকল্পনা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *