ব্যুরো রিপোর্ট: নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় সময় চর্চায় থাকেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। এর জন্য নেটিজেনদের সমালোনার মুখে পড়তে হয় তাঁকে। তবে এবার শিখ ধর্মালম্বীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল কঙ্গনার বিরুদ্ধে।
যা নিয়ে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল মুম্বই পুলিশে।গত ২০ নভেম্বর নেটমাধ্যমে একটি পোস্ট করেন কঙ্গনা। যেখানে তিনি লিখেছিলেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল।
কিন্তু ভুললে চলবে না, একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এদের জুতোর নিতে পিষে দিয়েছিল। দেশের টুকরো হতে দেননি তিনি। তাঁর মৃত্যুর এতো বছর পরেও তাঁর নামে ভয় পায় এরা।
এদের জন্য এমনই গুরু দরকার।’ এর পরেই কঙ্গনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন দিল্লির শিখ গুরুদ্বার কমিটির প্রেসিডেন্ট মনজিনদর সিং সিরসা। সঙ্গে তিনি মুম্বইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস পাটিলকে চিঠি লিখে জানান,
কৃষক আন্দোলনকে খালিস্তানি আন্দোলন বলে দাবি করেছেন অভিনেত্রী। তার জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা করার কথাও বলেন তিনি।
পাশাপাশি রাষ্ট্রপতির উদ্দেশ্যেও চিঠি লেখেন মনজিনদর সিং সিরসা। কঙ্গনার কাছ থেকে পদ্মশ্রী সম্মান কেড়ে নেওয়ার দাবিও জানান তিনি। এই বিতর্কিত মন্তব্যের জন্য মুম্বইয়ে অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান শিক ধর্মাবলম্বী মানুষরা।