ব্যুরো রিপোর্ট: নিজের বয়স কোনদিনও বাড়তে দিতে চান না তিনি। বয়স ষাট পেরলেও এখনও নিজেকে খুব ভালবাসেন বলিউডের ‘ঝক্কাস’ অভিনেতা অনিল কপূর।
তবে এবার তাঁর বয়স অনেকটা বাড়িয়ে দিলেন বলিউডের আরও এক অভিনেতা বরুণ ধবন। অবশ্য এর পাল্টাও দিয়েছেন অনিল।
বলিউডের নতুন ছবি ‘যুগ যুগ জিও’ ছবিতে একসঙ্গে কাজ করছেন অনিল কপূর, বরুণ ধবন, নীতু কপূর এবং কিয়ারা আডবাণী। সম্প্রতি নতুন এই ছবি নিয়ে আলোচনা করছিলেন চার জন।
আর এই সময় অনিলের প্রশংসা করতে গিয়ে বরুণ বলেন, ‘অনিল স্যর এখানে প্রবীণতম সদস্য।‘অবশ্য এর পরেই অনিল জবাব দিয়ে বলেন,
‘বুঢঢা হোগা তেরা বাপ!’ এর পরেই বরুণ আবার বলেন, ‘ছবিতে আপনিও তো আমার বাবার চরিত্রেই অভিনয় করছেন!’ যা শুনে ভিডিও কলে থাকা বাকিরা হেসে লুটোপুটি খেলেন।