ব্যুরো রিপোর্ট: শিলিগুড়ি বৈকণ্ঠপুর শালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ও বনকর্মীদের অভিযানে ফের একবার বড় সাফল্য । হরিণের ছাল ও পেঙ্গুইনের আঁশ সহ গ্রেপ্তার এক অভিযুক্ত ।
গোপন সূত্রের ভিত্তিতে,শালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শালুগারা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়। বহুমূল্য পূর্ণবয়স্ক হরিণের ছাল ও পেঙ্গুইনের আঁশ সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে।সূত্রের খবর, অভিযুক্তের পরিচয় বিষ্ণু জৈন।
সে আসামের বাসিন্দা । জানা গিয়েছে ,শিলিগুড়ির ওদলাবাড়িতে পাচার করা হচ্ছিল এই পূর্ণবয়স্ক হরিণের ছাল ও পেঙ্গুইনের আঁশ । পাচারের আগেই তাকে আটক করে শালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ও শালুগারা রেঞ্জের বনকর্মীরা ।