ব্যুরো রিপোর্ট: তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন গোয়া ফরোয়ার্ড পার্টি কার্যকরী সভাপতি কিরণ কান্দোলকর। দলের উপর ক্ষোভ উগরে দিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি।
শনিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপস্থিতে তৃণমূলে যোগ দেন তিনি।তৃণমূলে যোগদানের পর কিরণ বলেন, ‘কংগ্রেস ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে।
শেষপর্যন্ত তারা জিএফপি-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেস বা আপ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক নয়।
রাহুল গাঁধী বা অরবিন্দ কেজরীবাল নরেন্দ্র মোদীদের হারাতে পারবেন না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তিনি তা পারেন।
’এর আগে বিজেপির বিধায়ক ছিলেন কিরণ কান্দোলকর। আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে তাঁকে আলদোনা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল গোয়া ফরোয়ার্ড পার্টি।