ব্যুরো রিপোর্ট: দীপাবলির আগে করোনা সংক্রমণে স্বস্তি ফিরছে দেশে! বুধবার করোনা পরিসংখ্যানে আক্রান্ত বাড়লেও কমল মৃতের সংখ্যা। মঙ্গলবার মৃতের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছিল। এদিন কমল মৃত্যু, তবে সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা।
সবথেকে স্বস্তি দিয়ে ২৫২ দিনে সক্রিয়ের সংখ্যা সর্বনিম্ন হয়েছে। করোনা মুক্ত হয়েছে আক্রান্তের থেকে বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, করোনা সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে উৎসবের মরশুমে।
মঙ্গলবার করোনার দৈনিক আক্রান্তের গ্রাফ নেমে এসেছিল ১০ হাজারের ঘরে। তবে বুধবার করোনার গ্রাফ ফের একটু ঊর্ধ্বে। এদিন প্রায় ১ হাজার সংক্রমণ বেশি হয়েছে। করোনামুক্তও হয়েছেন প্রায় ১ হাজার কম।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার করোনা সংক্রমিত হয়েছেন ১১,৯০৩ জন। মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ৪১। মঙ্গলবার করোনার সংক্রমণ ছিল ১০ হাজার ৪২৩ জন।মৃতের সংখ্যাও গতদিন উদ্বেগ বাড়িয়েছিল।
হঠাৎ লাফিয়ে মৃতের সংখ্যা ৪০০-র উপরে উঠে গিয়েছিল একদিনে। বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। ফলে স্বস্তি ফিরেছে মৃত্যুমিছিল কমায়। দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে।
কিন্তু আবার তা বাড়তে শুরু করায় উদ্বেগ রয়েই গিয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মোট ৪,৫৯,২০৩ জন।করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছে।
তারপর উৎসবের মরশুম চলছে গোটা দেশে। বাংলায় দুর্গাপুজো, অন্যত্র নবরাত্রি, দশেরা শেষ হয়েছে। এখন আবার বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে কালীপুজো, দীপাবলি বা দেওয়ালির ভিড়। বারবার গবেষকরা এই নিয়ে সতর্ক করেছিলেন।
করোনার সতর্কতা মেনে উৎসব পালনের তোড়জোড় চলছে। কিন্তু তার জেরে সামান্য হলেও প্রভাব তো পড়ছেই।গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে।
দেশে করোনা সংক্রমণ ১০-১২ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। সক্রিয় রোগীর সংখ্যা কমে প্রায় দেড় লক্ষের কাছাকাছি এসে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ৫১ হাজার ২০৯।
২৫২ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪,১৫৯ জন।
মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৭৪০। করোনায় এদিন ভ্যাকসিনেশন হয়েছে ৪১ লক্ষ ১৬ হাজার ২৩০। মোট করোনা ভ্যাকসিনেশন ১০৭ কোটি ২৯ লক্ষ ৬৬ হাজার ৩১৫।