ব্যুরো রিপোর্ট: দুর্গাপুজোর সময় শিথিল হয়েছিল করোনা বিধি। কিন্তু, জগদ্ধাত্রী পুজোয় তা হবে না। এমনটাই জানিয়ে দিল প্রশাসন।অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর চারদিনও চন্দনগরে জারি থাকবে রাত্রিকালীন কার্ফু।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের বিষয়বস্তু ছিল আসন্ন উৎসব। এদিনই ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ।
এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘আগামী দিনে একটা বড় প্রকল্পের ভাবনা রয়েছে চন্দননগরবাসীর জন্য। আর সেটা জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই করা হবে।
সেটা হবে মেগা উপহার। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ২০০ বছরের ইতিহাসে যা ঘটেনি তাই হবে।’ তিনি জানান, যা হবে জগদ্ধাত্রী পুজোর আগেই ঘোষণা করা হবে।