ভূমিকম্পের পর আঁধার নামল টোকিয়োতে, সুনামির আশঙ্কা

ভূমিকম্পের পর আঁধার নামল টোকিয়োতে, সুনামির আশঙ্কা

ব্যুরো রিপোর্ট:  জোরদার ভূমিকম্পে কেঁপে উঠল টোকিয়ো-সহ উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল ভূমিকম্পের পর জারি হয়েছে সুনামি-সতর্কতা। এখনও পর্যন্ত সে রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া না-গেলেও জানা গিয়েছে, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা।

২২ লক্ষেরও বেশি বা়ড়ি বিদ্যুৎহীন। রিখটাল স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১! আশঙ্কা, সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে ১ মিটার উঁচু ঢেউ! ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে কোনও ক্ষতি হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।ঘড়িতে তখন ৮টা।

এদিন রাতেই আচমকাই ভূমিকম্প হয় রাজধানী টোকিও-সহ জাপানে বিস্তীর্ণ এলাকায়। স্রেফ একবার নয়, পরপর বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনও খবরন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী টোকিও-র কাছেই। এপিসেন্টারের অবস্থান টোকিও থেকে ২৯৭ কিমি উত্তর-পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে ৮১ কিমি গভীরে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *