ব্যুরো রিপোর্ট: হুগলির ত্রিবেণীতে শ্রমিক বিক্ষোভে সামিল বলাগড়ের তৃণমূল বিধায়ক।য বেসরকারি সুতো কারখানা খোলার দাবিতে কালীপুজোর দিন থেকে অবস্থানে বসেছেন শ্রমিকরা।
শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করে ঘর্নায় সামিল হয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যা নিয়ে বিজেপি কটাক্ষ করেছে।