নববর্ষের দিনও তৃণমূলকে আক্রমণ দিলীপের

নববর্ষের দিনও তৃণমূলকে আক্রমণ দিলীপের

ব্যুরো রিপোর্ট:  সারা বছরই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে থাকেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বাঙালির নববর্ষের দিনও বাদ গেল না সেই বিষয়টি। একাধিক বিষয়ে তৃণমূলকে আক্রমণ করলেন তিনি।

বর্তমানে হাঁসখালি নিয়ে জোড় চর্চা রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রীর মন্তব্য এক নতুন মাত্রা যোগ করেছে । এই পরিস্থিতিতে হাঁসখালি গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। সে সব প্রসঙ্গ নিয়ে দিলীপ বলেন, ‘রাজ্য সরকার এই মুহূর্তে বাঁচার চেষ্টা করছে।

সকলকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে থেকে তাঁদের সাহস দেওয়ার এবং সত্য তুলে ধরার চেষ্টা করব।’বছরের শেষ দিনে কালীঘাটে পুজো দিয়েছিলীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সময় স্কাইওয়াক নিয়ে বলেছিলেন তিনি। সে বিষয়ে বিজেপি নেতা বলেন, ‘তৃণমূলের নেতারা এখন মাটিতে হাঁটতে পারবেন না। পাবলিকের সামনে স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *