মাঙ্কিপক্সের আতঙ্ক, মেরে ফেলা হচ্ছে বাঁদরদের!

মাঙ্কিপক্সের আতঙ্ক, মেরে ফেলা হচ্ছে বাঁদরদের!

ব্যুরো রিপোর্ট:  ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্রাজিলে একের পর এক বাঁদর মেরে ফেলা হচ্ছে মাঙ্কিপক্সের আতঙ্কের ফলে। গোটা বিষয়টা নিয়েই ক্ষোভ প্রকাশ করা হয়েছে মঙ্গলবার, ৯ আগস্ট।

এমনই ব্রাজিলের নিউজ ওয়েবসাইট জি১ চাঞ্চল্যকর দাবি করেছে যে এক সপ্তাহের মধ্যেই সাও পাওলোতে ১০টি বাঁদরকে হত্যা করা হয়েছে। অন্যান্য শহর থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে।হুর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন,

মানুষকে এটা বুঝতে হবে যে রোগটা মানুষের থেকেই ছড়াচ্ছে। পশুদের থেকে নয়। ব্রাজিলে প্রায় ১৭০০ টি মাঙ্কিপক্সের কেস ধরা পড়েছে। এমনটাই জানানো হয়েছে হুয়ের তরফে।

২৯ জুলাই ব্রাজিল সরকারের তরফে জানানো হয় এই রোগজনিত কারণে সে দেশে একজনেরই মৃত্যু ঘটেছে। পশুরা রোগ ছড়াতে পারে কিন্তু বর্তমানে যেভাবে এই রোগ ছড়াচ্ছে তা মানুষদের থেকেই ছড়াচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *