উন্মোচিত কেকেআর-এর নয়া জার্সি, নতুন ডিজাইনের বর্ম গায়ে চাপিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে প্রস্তুত যোদ্ধারা

উন্মোচিত কেকেআর-এর নয়া জার্সি, নতুন ডিজাইনের বর্ম গায়ে চাপিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে প্রস্তুত যোদ্ধারা

ব্যুরো রিপোর্ট:  আসন্ন আইপিএল-এর জন্য উন্মোচিত হল কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি। ১৮ মার্চ দলের মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসোর এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের উপস্থিতিতে উন্মোচন করা হল নতুন জার্সি।কেকেআর-এর পরিচিত বেগুনি এবং সোনালি রঙের জার্সি রয়েছে এই বারও।

জার্সির পিছনে রয়েছে দলের ট্যাগ লাইন ‘করবো লড়বো জিতবো।’ ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে। আইপিএল-এর শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল।

গত বছর আইপিএল-এর ফাইনালে তৎকালীন অধিনায়ক ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ফাইনালে পৌঁছলেও শেষ পর্যন্ত খেতাব অধরাই থেকে গিয়েছিল।শাহরুখ খানের দলের নতুন জার্সির উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত থাকা কেকেআর-এর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “এই দলের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ।

সেই একি আবেগ যাঁরা এই জার্সি পরেন তাঁদের চালিত করে। জয়ের খিদের আগুন আমাদের মধ্যে গভীর ভাবে জ্বলছে। একের পর এক চ্যালেঞ্জ জয় করে এগিয়ে চলা নাইটদের ইউনিফর্ম, ট্রেলব্লেজার্স, দ্য স্ট্যাগেজার্স, দ্য গেম চেঞ্জার্স- ঝলসে ওঠার সময় এসে গিয়েছে। কেকে আর তৈরি আছে।

গত বছর অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও এই বার আর কোনও ভুল করতে নারাজ নাইট রাইডার্স কর্তৃপক্ষ এবং টিম ম্যানেজমেন্ট। পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার আগে দলে বিভিন্ন ঝাড়াই- বাছাই করা হয়েছে। বহু পুরনো ক্রিকেটার সুযোগ যেমন পাননি তেমনই বহু নতুন ক্রিকেটারকে দলে নিয়ে নাইট ম্যানেজমেন্ট।

যার মধ্যে অন্যতম শ্রেয়স আইয়ার। তাঁকে দলে নেওয়ার জন্য ১২.২৫ কোটি টাকা খরচ করে বলিউড বাদশার দল। ২০২২ আইপিএল-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড: কলকাতা নাইট রাইডার্সের ২৫ সদস্যের দলে রয়েছেন ৮ বিদেশি। কেকেআরের হাতে নিলাম শেষে অবশিষ্ট অর্থের পরিমাণ ৪৫ লক্ষ টাকা। কেকেআরের দল

এরকম- আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি),প্যাট কামিন্স (৭ কোটি ২৫ লক্ষ), শ্রেয়স আইয়ার (১২ কোটি ২৫ লক্ষ), নীতীশ রানা (৮ কোটি), শিবম মাভি (৭ কোটি ২৫ লক্ষ), শেলডন জ্যাকসন (৬০ লক্ষ),

অজিঙ্ক রাহানে (১ কোটি), রিঙ্কু সিং (৫৫ লক্ষ), অনুকূল রায় (২০ লক্ষ), রশিখ দার (২০ লক্ষ), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ), চামিকা করুণারত্নে (৫০ লক্ষ),

অভিজিৎ তোমর (৪০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ), অশোক শর্মা (৫৫ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), অ্যালেক্স হেলস (১ কোটি ৫০), রমেশ কুমার (২০ লক্ষ), মহম্মদ নবি (১ কোটি), উমেশ যাদব (২ কোটি), আমন খান (২০ লক্ষ)।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *