জয়ের সন্ধান জারি রইল বেঙ্গল ওয়ারিয়র্সের, জয়পুরের বিরুদ্ধে হার গুজরাতের

জয়ের সন্ধান জারি রইল বেঙ্গল ওয়ারিয়র্সের, জয়পুরের বিরুদ্ধে হার গুজরাতের

ব্যুরো রিপোর্ট:  জয়ে অধরাই রয়ে গেলে বেঙ্গল ওয়ারিয়ার্সের। পরের পর ম্যাচ হারের পর সুযোগ পেয়েও তেলেগু টাইটানসকে হারাতে পারল না বাংলার ফ্রাঞ্চাইজি কবাডি দলটি।

বেঙ্গালুরুতে প্রো কবাডি লিগের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্ট ভাগ করে নিল বেঙ্গল ওয়ারিয়র্স এবং তেলেগু টাইটানস। খেলার ফল ৩২-৩২।

বাংলাক হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেন অধিনায়ক তথা দলের প্রধান রেডার মনন্দর সিং। অলরাউন্ডার মনোজ গোড়া ছয় পয়েন্ট এনে দিয়েছেন দলকে। যদিও এই ম্যাচে বাংলাকে খুব বেশি পয়েন্ট এনে দিতে পারেননি ইরানের ডিফেন্ডার মহম্মদ নবীবক্স।

এই ম্যাচে তাঁর সংগৃহীত পয়েন্ট ২। বরং পরিবর্ত হিসেবে নামা অলরাউন্ডার রোহিত ছয় পয়েন্ট এনে দিয়েছেন দলকে।অপর দিকে, তেলেগুর দুই রেডারই এ দিন পয়েন্ট দিয়েছে। তেলেগুল টাইটানসকে সর্বোচ্চ ৯ পয়েন্ট এনে দিয়েছেন অঙ্কিত বেনিওয়াল।

আরেক রেডার রাজনিশ এনে দিয়েছেন ৭ পয়েন্ট। লিগ তালিকার নীচেই রইল তেলেগু টাইটানস। বেঙ্গল ওয়ারিয়র্স রইল দশম স্থানে। ব্যবধানে হারিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। জয়পুরের এই জয়ের অন্যতম কারিগর দীপক হুডা।

তিনি এগারো পয়েন্ট সংগ্রহ করে দিয়েছেন দলকে। সাত পয়েন্ট অর্জন করেছেন অর্জুন দেশওয়াল। অধিনায়ক সন্দীপ ঢুলের সংগ্রহ ৪ পয়েন্ট। পক্ষান্তরে গুজরাতের হয়ে সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করেন রাকেশ নারওয়াল।

৬ পয়েন্ট করে তুলে আনতে পেরেছেন রেডার প্রদীপ কুমার এবং অজয় কুমার। এই ম্যাচে জিতে পঞ্চম স্থানে উঠে এল জয়পুর পিঙ্ক প্যান্থার্স, গুজরাত জায়েন্টস রইল নবম স্থানে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *