আই পি এল ঘোষিত হল আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির নাম, জেনে নিন কোন নামে খেলবে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন নতুন দল

আই পি এল ঘোষিত হল আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির নাম, জেনে নিন কোন নামে খেলবে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন নতুন দল

ব্যুরো রিপোর্ট: আসন্ন আইএসএল-এ দুই নতুন ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে লখনউ এবং আহমেদাবাদ থেকে। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ ফ্রাঞ্চাইজি নিজেদের নাম আগেই জানিয়ে দিয়েছে। এ বার আহমেদাবাদের নতুন ফ্রাঞ্চাইজি কী নামে আইপিএল-এ খেলবে তা সামনে এল।

আহমেদাবাদ টাইটানস নামে ২০২২ আইপিএল-এ হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেলবে নতুন এই দল।১২ এবং ১৩ ফেব্রুয়ারি পঞ্চদশ আইপিএল-এর জন্য আয়োজিক নিলামে অংশ নেওয়ার আগে ৭ ফেব্রুয়ারি (সোমবার) নিজেদের দলের নাম ঘোষণা করল আহমেদাবাদ।

আহমেদাবাদ টাইটানস দলটি সিভিসি ক্যাপিটলসের মালিকানাধীন। দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টন। প্রাক্তন এই প্রোটিয়া ক্রিকেটার এবং সফল কোচ মনে করেন (আইপিএল-এর মতো) বড় মঞ্চে অধিনায়ক হিসেবে দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং দলের জন্যও সেটা যথেষ্ট ভাল।

কোটি টাকায় হার্দিক পাণ্ডিয়াকে ড্রাফ্টিং-এ দলে নিয়েছে আহমেদাবাদ টাইটানস এবং আসন্ন আইপিএল-এর জন্য অধিনায়ক ঘোষণা করেছেন। আইপিএল-এর সম্প্রচারকীর সংস্থার একটি অনুষ্ঠানে কার্স্টন বলেছেন, “একজন তরুণ এবং নব্য অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।

আমার মনে হয় মাথায় পরিকল্পনা সেট করেই ও আসবে এবং দেখাবে এই পর্যায়ের ক্রিকেটে অধিনায়কত্ব করার জন্য কতটা যোগ্য ও।” ক্রিকেটার হিসেবে পাণ্ডিয়ার প্রশংসায় গ্যারির সংযোজন, “একজন বড় মাপের ক্রিকেটার পাণ্ডিয়া।

আমি মনে করি এই টুর্নামেন্টের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহল ও। তাই আমি মনে করি এই ধরনের ক্রিকেটার দলে থাকাটা অবশ্যই উত্তেজনা পূর্ণ গোটা দলের জন্য। ভাল পারফর্ম করার জন্য (গোটা দলকে) মোটিভেট করার ক্ষমতা রয়েছে ওর।”

মেন্টরের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাটিং কোচের ভূমিকাও পালন করবেন প্রাক্তন এই বাম হাতি প্রোটিয়া ব্যাটসম্যান।ড্রাফ্টিং-এ নেওয়া আহমেদাবাদের অপর দুই ক্রিকেটার হলেন শুভমন গিল এবং আফগান স্পিনার রশিদ খান।

এই দুই ক্রিকেটারকে নিয়েও বেশ উত্তেজিত গ্যারি। তাঁর কথায়, “এই দুই ক্রিকেটারই উচ্চমানের পারফর্মার। গিল দুর্দান্ত এক জন ক্রিকেটার। আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় ওর ভারতের হয়ে খেলা উচিৎ। অল্পদিনের মধ্যেই দেশের হয়ে সুযোগ পাবে এবং আগেও খেলেছে। ও একজন ম্যাচ উইনার।”

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আসন্ন আইপিএল ভারতেই খেলা হবে। তবে গোটা দেশে ছড়িয়ে হবে না এই টুর্নামেন্ট। মহারাষ্ট্রে আয়োজন করা হবে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি।

নক-আউট পর্বের ম্যাচ কোথায় আয়োজিত হবে তা সৌরভ পরবর্তী সময়ে জানানোর কথা বললেন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদে আয়োজিত হবে প্লে-অফ এবং ফাইনাল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *