ব্যুরো রিপোর্ট: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হচ্ছে। আর নিম্নচাপের জন্য বাধা প্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। এর জন্য উধাও হয়েছে শীতের আমেজও।
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতার একাধিক এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। সোমবারও ভোররাত থেকে বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা হল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
এর জেরে আগামী ২৪ ঘণ্টা দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম ও উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি, কলকাতা, হাওড়া ও হুগলীতেও বৃষ্টিপাত হতে পারে। অবশ্য তা হালকা থেকে মাঝারি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।