ব্যুরো রিপোর্ট: বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকাকে ১৮ বার ছুরি দিয়ে কোপাল প্রেমিক। এমনই এক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। এর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে।
এই ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ভিকারাবাদ জেলার দৌলাতাবাদের বাসিন্দা ছিল সিরিষা ও বাসবরাজ। তাঁদের মধ্যে তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক।
কিন্তু এর পর তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। বাসবরাজকে বিয়ে করতেও অস্বীকার করে সিরিষা।এর মধ্যে দু’মাস আগে শ্রীধর নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে স্থির হয় সিরিষার। বাগদানও হয় তাঁদের।
আর এর পরেই প্রেমিকার ঘরে গিয়েই তাঁকে ১৮ বার কোপায় প্রেমিক। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সিরিষা। অভিযুক্ত বাসবরাজকে গ্রেফতার করেছে পুলিশ।