আই সি সি: সময় মতো ওভার শেষ করতে না পারলে শাস্তি পেতে হবে ম্যাচের মধ্যেই, টি-২০ নিয়মে পরিবর্তন আনল আইসিসি

আই সি সি: সময় মতো ওভার শেষ করতে না পারলে শাস্তি পেতে হবে ম্যাচের মধ্যেই, টি-২০ নিয়মে পরিবর্তন আনল আইসিসি

ব্যুরো রিপোর্ট:  টি-২০ ক্রিকেটে অভ্যন্তরীন নিয়মে পরিবর্তন আনল আইসিসি। ম্যাচে স্লো ওভার রেটের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের জরিমানা বা পয়েন্ট কেটে নেওয়া আধুনিক ক্রিকেটে খুব একটা বেমান নয়, বরং এটি দলগুলির প্রায় নিত্যদিনের ছবি হয়ে উঠেছে বললেও ভুল হবে না।

এর জন্য নির্বাসন পর্যন্ত হতে হয় সংশ্লিষ্ট দলের অধিনায়ককে। এবার এই নিয়মে একটু পরিবর্তন আনল আইসিসি।এখন থেকে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারলে স্লো ওভার রেটের জন্য সংশ্লিষ্ট দলটিকে শাস্তি পেতে হবে ম্যাচের মাঝেই।

নতুন নিয়ম অনুযায়ী, যে দল বোলিং করবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতেই হবে। যদি সেই দল তা করতে ব্যর্থ হয়, তা হলে সংশ্লিষ্ট দল যত ওভার পিছিয়ে থাকবে , তত ওভার ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডারের সার্ভিস কম পাবে ওই দল। এটাই পূর্ব উল্লেখিত ‘ম্যাচের মাঝে শাস্তি।’

আইসিসি’র ক্রিকেট কমিটির সুপারিশ মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেটে নিয়ামক সংস্থার গভার্নিং বডি। পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেটের জন্য কার্যকারী হবে এই পরিবর্তন। চলতি মাসেই লাঘু হবে এই নিয়ম।

এই নিয়মে প্রথম ম্যাচটি খেলা হবে ১৬ জানুয়ারি। জামাইকার সাবিনা পার্কে এই ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। মহিলা ক্রিকেটে এই নিয়মে প্রথম টি-২০’টি খেলা হবে সেঞ্চুরিয়ানে। তিন ম্যাচের সিরেজে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচটি ১৮ জানুয়ারি খেলবে দক্ষিণ আফ্রিকা মহিলা দল।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ প্রথম এই নিয়ম প্রয়োগ করে। নতুন নিয়মের ফলও তারা পেয়েছে হাতেনাতে। এতে উক্ত প্রতিযোগীতায় অনেকটাই স্লো ওভার রেট কমাতে সক্ষম হয়েছে ইসিবি।

এই রিপোর্ট সামনে আসার পর তা আন্তর্জাতিক ক্রিকেটে লাঘু করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল আইসিসি’র ক্রিকেট কমিটি এবং পরবর্তীতে তারা এই প্রস্তাব রাখে গভার্নিং বডি’র কাছে, যে শেষ পর্যন্ত গৃহীত হয়।

এরই সঙ্গে টি-২০ ক্রিকেটে নতুন প্লেয়িং কন্ডিশনে উল্লেখ করা হয়েছে আড়াই মিনিটের ড্রিংক্স বিরতির কথা। দুই দল চাইলে ইনিংসের মাঝ পথে জলপানের জন্য আড়াই মিনিটের বিরতি নিতে পারে তারা। উল্লেখ, এই নিয়ম অনেক আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ লাঘু করেছে বিসিসিআই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *