পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, এক ধাক্কায় ৩৫ টাকা দাম বৃদ্ধি

পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, এক ধাক্কায় ৩৫ টাকা দাম বৃদ্ধি

ব্যুরো রিপোর্ট:  ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এক ধাক্কায় ৩৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। পুজোর মুখে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জেরে মধ্যবিত্তে পকেটে টান পড়বে তাতে কোনও সন্দেহ নেই। এখন ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১৮০৫.৫০ পয়সা।

পুজোর মরশুমে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় খাবারের দাম বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।আবারও রান্নার গ্যাসে দামের কোপ। পুজোর মুখে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়ল। গত কয়েক মাস ধরেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে চলেছে।

এর আগে ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল। সেই দাম প্রায় হাজার টাকা ছুঁই ছুঁই। ৯১১ টাকা দাম হয়ে গিয়েছে ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের। দাম যতই বাড়ুক সেই ভর্তুকি কিন্তু ১৯ টাকার বেশি হয় না।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারনেই রান্নার গ্যাসের দাম বাড়ছে বলে দাবি গ্যাস উৎপাদনকারী সংস্থা গুলির।সামনেই পুজো এই সময় আম জনতা উৎসবের আমেজে থাকেন।

তাঁরা পুজোর সময় বাইরে খাওয়া-দাওয়া করত বেশি ভালবাসে। কিন্তু বাণিজ্যির রান্নার গ্যাসের দাম হঠাৎ করে প্রায় ২০০০ টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তাতে খাবারের দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে মধ্যবিত্তের বাইরে খাওয়াটা বিলাসিতার সামিল হয়ে যাবে।

পকেটে টান তো পড়বেই। অনেকেই খাবারের দামের কারণে বাইরে খেতে চাইবেন না। এদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সংকট বাড়বে। তাঁদেরও ব্যবসায় ধাক্কা আসবে বলে মনে করা হচ্ছে।এদিকে আবার অপরিশোিধত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

এওক ধাক্কায় অনেকটাই বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। করোনা পরিস্থিতিতে গত কয়েক মাসে দফায় দফায় পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। সেঞ্চুরি পার করে গিয়েছে পেট্রোলের দাম।

ডিজেলের দামও ১০০ টাকা ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করেছে। সেখানেও অগ্নিমূল্য বাজার। চাল,ডাল, সরষের তেল থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বাড়ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *