ব্যুরো রিপোর্ট: রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। ফলে শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে রাজ্যবাসী। তবে রাত এবং ভোরের দিকে ঠাণ্ডার আমেজ থাকলেও, বেলা গড়ালে তাপমাত্রা কিছুটা বাড়ল কলকাতায়।
মঙ্গলবার, শহরের সর্বোনিম্ন তাপমাত্রা হল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা হল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিসতবে দার্জিলিং,
শিলিগুড়ি ও পুরুলিয়ায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। শিলিগুড়ি ও পুরুলিয়ায় পারদ নেমেছে যথাক্রমে ১৪.১ ও ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে সেই তাপমাত্রা হল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।