প্রতিদিনই সুরা পান করেন রাজ্যের মন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর

প্রতিদিনই সুরা পান করেন রাজ্যের মন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর

ব্যুরো রিপোর্ট:  সম্প্রতি রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী ফের যোগ দিতে পারেন তৃণমূলে। সেটা এবার শুধু সময়ের অপেক্ষা বলেও জানিয়েছিলেন তিনি।

সৌমেনবাবুর এই মন্তব্যের এবার পাল্টা আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দল নেতা।সৌমেন মহাপাত্রকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, ‘সৌমেনবাবু প্রতিদিনই সুরা পান করেন।

আমার মনে হয়, গতাকালও হয়ত দিনের বেলাতে সুরা পান করেছিলেন। এই ধরনের কথা বলা উচিৎ না, তবু দায়িত্ব নিয়ে বলছি। তমলুকে সবাই জানে এটা।

মানিকতলাতে একটা ওষুধের দোকানের পিছনে উনি কী করেন সন্ধ্যার পরে তা সকলেই জানেন। আমার মনে হয় গতকাল দিনের বেলাতেও অপ্রকৃতস্থ ছিলেন।

তাই এ ধরনের কথা বলেছেন।’প্রসঙ্গত, রবিবার নন্দিগ্রাম থেকে সৌমেন মহাপাত্র বলেছিলেন, ‘বিরোধী দলনেতা পদটা থাকবে কি না, সন্দেহ আছে।

এই নন্দীগ্রামে একটা উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে আদালতে মামলা চলছে। সেই মামলার রায় প্রকাশ হলেই তিনি আর বিরোধী দলনেতা থাকবেন না।’

এর পরেই তিনি দাবি করে বলেছিলেন, ‘আর বিরোধী দলনেতা যেভাবে আমাদের দলের দিকে সরে আসছেন, তাঁর দলের প্রায় সবাই চলে আসছেন, ওঁর আসা সময়ের অপেক্ষা।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *