ব্যুরো রিপোর্ট: রেল লাইনে বসে পাবজি খেলছিল তিন কিশোর। আর তাঁদের কানে ছিল হেডফোন। কিন্তু, সেই সময় আসতে থাকা ট্রেনের আওয়াজ শুনতে পাইনি তাঁরা। ফলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তাঁদের।
সোমবার রাতে এমনই দূর্ঘটনা ঘটেছে গুমা ও অশোকনগর স্টেশনের মাঝে।সূত্রের খবর, যে সময় ওই তিন কিশোর রেললাইনে বসে গেম খেলছিল, সেই সময় উল্টো দিক থেকে আসছিল ঠাকুরনগর-শিয়ালদহ লোকাল ট্রেনটি।
তবে কিশোররা কানে হেডফোন দিয়ে গেমে এতটাই মজেছিল যে শুনতে পায়নি ট্রেনের আওয়াজ। ফলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন জনের। তবে দু’জনের দেহ পাওয়া গেলেও, একজনের দেহ মেলেনি বলে খবর।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানে চোপড়ার ধূমডাঙ্গি এলাকায় রেললাইনের উপর গল্প করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ যায় বেশ কয়েকজন যুবকের। সূত্রের খবর, ওই ঘটনায় প্রাণ হারায় চার যুবক।