ভারত কালই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিততে মুখিয়ে, কেমন থাকবে আবহাওয়া?

ভারত কালই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিততে মুখিয়ে, কেমন থাকবে আবহাওয়া?

ব্যুরো রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে হার্দিক পাণ্ডিয়ার ভারত পরাস্ত হয়েছিল টি ২০ সিরিজে। যদিও জসপ্রীত বুমরাহ প্রথমবার দেশের টি ২০ অধিনায়ক হয়েই এবার সিরিজ জয়ের দোরগোড়ায়।ডাবলিনের মালাহাইডে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারত ডিএলএস মেথডে আইরিশদের হারায় ২ রানে।

ফলে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ কাল জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে মুখিয়ে রয়েছে ভারতীয় দল।১১ মাস পর গতকালই দেশের হয়ে খেলতে নামেন বুমরাহ। দেশের ১১তম অধিনায়ক হিসেবে। টস জেতেন, ম্যাচ জেতেন। প্রথম ওভারেই বিধ্বংসী বোলিংয়ের মাধ্যমে ২ উইকেট তুলে নিয়েছিলেন।

ডেথ ওভারে দেন মাত্র ১ রান। এশিয়া কাপের দল বাছাইয়ের আগে আরও একবার দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে সকলকে আশ্বস্ত করতে মুখিয়ে থাকবেন জসপ্রীত বুমরাহ।গতকাল ভারত ৪১ বল ব্যাটিং করেছে। তার মধ্যে ৩৯টি বল খেলেছেন যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়।

এই দুই ওপেনারের পাশাপাশি তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসনরা সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা চালাবেন। এশিয়া কাপের দল বাছাইয়ের আগে বিশেষ করে নির্বাচকদের নজর কাড়ার শেষ সুযোগ কালই পাচ্ছেন স্যামসন।তিলককে বিশ্বকাপের দলে রাখার পরামর্শ দিচ্ছেন অনেক প্রাক্তন।

তিলক গতকাল তিনে নেমে গোল্ডেন ডাক নিয়ে ফিরলেও কাল ফের চেনা ছন্দে ফিরতে মুখিয়ে রয়েছেন। ভারতীয় একাদশে রদবদলের কোনও সম্ভাবনা নেই। সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নেওয়া হতে পারে। আয়ারল্যান্ডের টপ ও মিডল অর্ডার গতকাল ডুবিয়েছে।

লড়াইয়ে রেখেছিল লোয়ার অর্ডার।ভারতের মতো আয়ারল্যান্ড দলেও রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। বুমরাহদের বিরুদ্ধে মরণকামড় দিতে তৈরি আইরিশরা। ভারত টি ২০ আন্তর্জাতিকে ৫ রানের কম ব্যবধানে জিতেছে ৬ বার। তার মধ্যে দুবারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

একটি গতকাল, জয় ২ রানে। গত বছর ডাবলিনেই ভারত ২২৫ রানের পুঁজি নিয়ে জিতেছিল মাত্র চার রানে।স্বস্তির খবর কাল ডাবলিনে রৌদ্রোজ্জ্বল থাকবে। উইকেট থেকে পেসাররা সাহায্য আদায় করে নিতে পারবেন। গতকাল ২ উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই। ফলে জমজমাট দ্বৈরথ হওয়ার সম্ভাবনা থাকছে।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক),

প্রসিদ্ধ কৃষ্ণ।আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ- অ্যান্ডি বালবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডের, ব্যারি ম্যাককার্থি, ক্রেগ ইয়ং, জশ লিটল, বেন হোয়াইট।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *