যশস্বী নজর কাড়লেন অভিষেকে, রোহিতের সঙ্গে জুটি সফল, বড় রানের দিকে ভারত

যশস্বী নজর কাড়লেন অভিষেকে, রোহিতের সঙ্গে জুটি সফল, বড় রানের দিকে ভারত

ব্যুরো রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের পর নির্বিষ বোলিং। যার সুবাদে ডমিনিকা টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। সিরিজের প্রথম টেস্টে ভারতের ইনিংস জয়ও অসম্ভব নয়।টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র দেড়শো রানে অল আউট হয়ে গিয়েছে। জবাবে প্রথম দিনের শেষে ভারত কোনও উইকেট না খুইয়ে ৮০ রান তুলেছে।

অর্থাৎ মাত্র ৭০ রানে পিছিয়ে, হাতে ১০ উইকেট।এই টেস্ট যে পাঁচ দিনে গড়াবে না তা আজকের খেলা দেখেই পরিষ্কার। পিচের চরিত্রও খুব ভালো নয়। ভারত কোনওভাবেই চাইবে না দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে। ওপেনিং জুটি বড় রানের আশা জাগিয়েছে। ভারতের যে ব্যাটিং লাইন আপ তাতে ব্রাথওয়েটের দলের বোলিং আক্রমণের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি হবে।

ভারত টেস্টের প্রথম দিনে ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। অভিষেক টেস্টে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছেন যশস্বী জয়সওয়াল। শুভমান গিলকে তিনে নামিয়ে রোহিতের সঙ্গে ওপেন করতে যশস্বীকেই পাঠানো হয়েছে। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৭৩ বলে ৪০ রান করে।

৬টি বাউন্ডারি মেরেছেন।রোহিত শর্মা তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৩০ রান করে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় ওভারেই তাঁর বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন উঠেছিল। আম্পায়ার আউট দেননি। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নেয়। আম্পায়ারস কলে বাঁচেন রোহিত।

যদিও ভারতীয় ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারেননি ক্যারিবিয়ান বোলাররা।এই বোলিংয়ের বিরুদ্ধে পারফরম্যান্স বিচার করা ঠিক না হলেও যশস্বী যে টেস্টে ওপেনিংয়ে ভরসা দিতে পারবেন, সেই ইঙ্গিত মিলছে। যা কঠিন করে দিচ্ছে লোকেশ রাহুলের কামব্যাক। এমনকী রোহিত শর্মাও চাপে থাকবেন।

কেন না, শুভমান গিলকে আপাতত তিনে খেলানো হচ্ছে চেতেশ্বর পূজারাকে বাইরে রেখে। গিল-যশস্বী হতে পারে টেস্টে ভারতের ভবিষ্যতের ওপেনিং জুটি।ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চা বিরতির কিছু পরেই গুটিয়ে যায়। অভিষেক টেস্টে ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে সর্বাধিক ৪৭ রান করেন অ্যালিক আথানাজে।

অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট করেন ২০। ১৯ রানে অপরাজিত থাকেন রাহকিম কর্নওয়াল। জেসন হোল্ডার ১৮, জার্মেইন ব্ল্যাকউড ১৪ ও ত্যাগনারায়ন চন্দ্রপল করেন ১২।ভারতের সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাদ পড়েছিলেন।

আজ দলে ফিরেই তুলে নিলেন ৫ উইকেট, ৬০ রান খরচ করে। এই নিয়ে ৩৩ বার তিনি টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন। রবীন্দ্র জাদেজা তিনটি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর নেন একটি করে উইকেট।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *