সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্যে ভারতের ধারেকাছে কেউ নেই, আয়োজক দেশ হিসেবে কোন অভাবনীয় নজির?

সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্যে ভারতের ধারেকাছে কেউ নেই, আয়োজক দেশ হিসেবে কোন অভাবনীয় নজির?

ব্যুরো রিপোর্ট: ভারত আজ বেঙ্গালুরুতে কুয়েতকে পেনাল্টি শ্যুটআউটের সাডেন ডেথে ৫-৪ গোলে পরাস্ত করল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ভারত সমতা ফিরিয়েছিল লালিয়ানজুয়ালা ছাংতের করা গোলে।কুয়েতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকা পালন করলেন গোলকিরার গুরপ্রীত সিং সান্ধু।

তিনিই চাপের মুখে কুয়েত অধিনায়কের শট রুখে দিয়ে ভারতের নবম সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জয় নিশ্চিত করলেন।সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ১৪ বার অংশ নিয়ে ৯ বার চ্যাম্পিয়ন, চারবারের রানার-আপ। শুধু ২০০৩ সালেই তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল। ১৯৯৩ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় ভারতীয় ফুটবল দল। এরপর ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫ সালে ভারত খেতাব জেতে।

২০২১ সালে জেতা খেতাব এবার ধরে রাখতে সক্ষম হলেন সুনীল ছেত্রীরা।ভারতীয় দল রানার-আপ হয়েছে ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৫ সালে। ১৯৯৩ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার রানার-আপ হয়েছিল শ্রীলঙ্কা। ১৯৯৭ সালে মালদ্বীপকে ৫-১ গোলে হারিয়ে খেতাব জেতে ভারত।

১৯৯৯ ও ২০০৫ সালে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্লু টাইগাররা।২০০৯ সালে পেনাল্টি শ্য়ুটআউটে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে খেতাব জেতে ভারত। ২০১১ সালের ফাইনালে আফগানিস্তানকে ভারত হারিয়েছিল ৪-০ গোলে। ২০১৫ সালের ফাইনালে অতিরিক্ত সময়ে ম্যাচ জেতে ভারত, সেবারও চ্যাম্পিয়ন হওয়া আফগানিস্তানকে হারিয়েই।

২০২১ সালে ভারত ৩-০ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।১৯৯৯, ২০১১, ২০১৫ সালের পর এবার সাফ চ্য়াম্পিয়নশিপ হলো ভারতে। প্রতিবারই চ্যাম্পিয়ন ভারত। ভারত যেখানে ৯ বার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল সেখানে মালদ্বীপ ২ বার,

বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে খেতাব জিতেছে।১৯৯৫ সালে শ্রীলঙ্কা, ২০০৮ সালে মালদ্বীপ, ২০১৩ সালে আফগানিস্তান ও ২০১৮ সালে মালদ্বীপের কাছেই ফাইনালে হারের সম্মুখীন হয় ভারত।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *