ব্যুরো রিপোর্ট: সকাল থেকে আকাশ মেঘলা। শুক্রবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই কলকাতা ও আশপাশের এলাকায়। জেলাগুলিতেও প্রায় একই পরিস্থিতি। তবে দিন কয়েকের মধ্যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।এই মুহূর্তে রাজ্যের ওপরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে রয়েছে শুকনো হাওয়া।
যে কারণে আগামী দিন চারেক বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। যে টুকু কমেছে, তাই বজায় থাকবে। তার থেকে আর কিছু বাড়বেও না কমবেও না। এছাড়া এই কদিনে কোনও সতর্কবার্তাও নেই।আবহাওয়া দফতর জানিয়েছে,
১৫ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার গতিপথ আমাদের রাজ্যের দিকে না হলেও, ১৬ ফেব্রুয়ারি থেকে সর্বোচ্চ তাপমাত্রা একটু কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। ষোলো ও সতেরোই নভেম্বর নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিন সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে,
এদিন কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া শুকনো থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।