রিপোর্ট -দেবাঞ্জন দাস: আলোর উৎসব দীপাবলি হল বড়সড় উদযাপন আর প্রিয়জনদের সঙ্গে উপহার দেওয়া নেওয়ার সময়। সাবেকি মিষ্টি সকলের প্রিয় ঠিকই, কিন্তু এবছর দীপাবলির উপহারকে একটু আধুনিক করে তোলার চেষ্টা করে দেখবেন নাকি?
ইলেকট্রনিক্সে ভারতের বিশ্বস্ত খুচরো বিক্রেতা, টাটা গ্রুপের ক্রোমা, এনেছে ক্রোমা ওন লেবেলের একগুচ্ছ ফ্যাশনদুরস্ত টেক গ্যাজেট যা আপনার প্রিয়জনদের দীপাবলিকে আলোকোজ্জ্বল করে তুলবে।
অত্যাধুনিক ইয়ারবাড থেকে শুরু করে বহু কাজে সক্ষম রান্নাঘরের জিনিসপত্র – ক্রোমার জিনিসগুলো ডিজাইন করা হয়েছে জীবন আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং উপভোগ্য করে তুলতে। ক্রোমা ওন লেবেলের পণ্য সম্ভার গত কয়েক বছরে অনেক বৃদ্ধি পেয়েছে।
এই মুহূর্তে ক্রোমার ওন লেবেল বিভাগে ৪০০+ পণ্য রয়েছে। এগুলো সাম্প্রতিকতম প্রযুক্তি ব্যবহার করে এবং এগুলোকে প্রতিযোগিতামূলক দামে কিউরেট করেছেন কোম্পানির নিজস্ব বিশেষজ্ঞরা।
সুলভ দামে ফিচার প্যাক ক্রোমা ওন লেবেল পণ্যগুলো কিনুন ক্রোমা স্টোরে এবং Croma.com-এ। Croma(dot) com-এ পান এইচডিএফসি ও আইসিআইসিআই-তে ২০০০/- টাকা পর্যন্ত কেনাকাটায় তাৎক্ষণিক ১০% ছাড়, স্টোরে এবং ওয়েবসাইটে প্রধান ব্যাঙ্কগুলোতে উপভোগ করুন ১২ মাস পর্যন্ত কোনো অতিরিক্ত খরচবিহীন মাসিক কিস্তির সুযোগ,
ব্যাগস সম্ভার শুরু হচ্ছে @৫৯৯/-, স্টোরে ৩,০০০/- টাকা পর্যন্ত কেনাকাটা করুন আর ১০০০/- টাকার বেশি মূল্যের সমস্ত ক্রোমা অডিও পণ্যে পান ৫০০/- টাকা ছাড়। কিনুন সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর আর বিনামূল্যে পেয়ে যান ৪৫ লিটারের ডিরেক্ট কুল রেফ্রিজারেটর, কিনুন ক্রোমা ওয়াশিং মেশিন আর পেয়ে যান ক্রোমা 2000W স্টিম আয়রন বিনামূল্যে।