ব্যুরো রিপোর্ট: মঙ্গলবার থেকে খুলছে স্কুল-কলেজ। ফলে ভিড় বাড়ার একটা আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কা থেকেই আরও মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত কতৃপক্ষের। জানা গিয়েছে,
সোমবার থেকে সকাল ৭টাতেই শুরু হয়ে যাচ্ছে মেট্রো পরিষেবা। কিছুটা সময় বাড়িয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, অফিস টাইমে ৫ মিনিট অন্তর মেট্রো চালাণোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোতে ওঠে যাবে।