ব্যুরো রিপোর্ট: ছট পুজো উপলক্ষে চলছিল গানবাজনা। আর সেই গানের তালে নেচেছিল মেয়ে। তবে এই বিষয়টি পছন্দ হয়নি বাবার। এই অপরাধে মেয়েকে বেধরক করেছিল সে। আর এর পরেই অভিমান ও লজ্জায় ওড়নায় ফাঁস লাগিয়ী আত্মহত্যা করলেন ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ওই মেয়েটি।
এই ঘটনাটি ঘটেছে কালনার হাটকালনা এলাকার।জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণীতে পড়া ওই মেয়েটির নাম হল অঙ্কিতা বিশ্বাস। মঙ্গলবার ছট পুজো উপলক্ষে বাড়ির পাশে মাইক বাজছিল। তাতে চলচ্ছিল গান। সেই গানের তালে নেচেছিল মেয়েটি।
কিন্তু, বিষয়টি বাবা বিমল বিশ্বাসের পছন্দ না হওয়ায় মেয়েকে মারধর করেন তিনি। আর এর পরেই বুধবার সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ওই ছোট মেয়েটির ঝুলন্তু দেহ।
স্থানীয় সূত্রে খবর, এর আগেও সামান্য কারণে মেয়েকে মারধর করত বিমল। অবশ্য বিমলের দাবি, মেয়ের ব্যাগ থেকে প্রেম পত্র মিলেছিল। সেই কারণেই তাঁকে মারধর করেন তিনি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন- শীতের ইনিংসে